সারিয়াকান্দি ডিগ্রী কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচিত
এম কে হীরা মানিক সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রী কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য পদে নির্বাচিত হলেন সাহাজাত হোসেন পল্টন, এ কে এম আনিছুর রহমান লিটন ও আনোয়ার হোসেন বিপ্লব।
নির্বাচনে রিটার্নিং অফিসার কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম ও প্রিজাইডিং অফিসার সুভাস চন্দ্র সরকারের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। জানা যায়, ৩ জন অভিভাবক সদস্য পদে নির্বাচনে
(১৪ মে) তফসিল ঘোষনা করা হয়। তফসিল মোতাবেক ১১ জন মনোনয়ন পত্র ক্রয় করেন এবং জমা দেন। গত ২০ মে প্রত্যাহারের শেষ দিনে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। মনোনয়ন বৈধ থাকায় ০১-০৬-২৫ ইং তারিখে ৩ জনকে অভিভাবক সদস্য পদে নির্বাচিত ঘোষনা করা হয়।