গ্রাম বাংলা নিউজ:
বুধবার বিকেলে বগুড়া কাহালুর মালঞ্চা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রাম থেকে ৯০ বস্তা ৪ হাজার ৮০ কেজি সরকারি চার জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি।
জানা যায়, উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রামের আব্দুল বাকির পুত্র বকুলের ফার্মে ইউনিয়নের উপকার ভোগীদের মাঝে সরকারি বরাদ্দকৃত ভিডব্লিউবি কার্ড এর চাল অবৈধভাবে ক্রয় করে রাখা হয়। অভিযানে কেউ গ্রেফতার হয়নি। জব্দকৃত প্রায় শতাধিক বস্তার মধ্যে ১০ বস্তা সরকারি চাল সহ খালি ৫৮ টি সরকারি বস্তা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা সময় কাহালু থানার পুলিশ উপস্থিত ছিলেন।