1. admin@dailygrambangla24.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে সাইফুল ইসলাম ভূঁঞা’র যোগদান বাগমারায় কলেজ শিক্ষকের অবসর জনিত বিদায় অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৫ জন আটক ‎দশম গ্রেড ও শিক্ষক-নিপীড়নের প্রতিবাদে উত্তাল লালমনিরহাট রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামী উদ্যোগে মহিলা ও পুরুষদের নিয়ে সুধী সমাবেশ ও কর্মীসভা অনুষ্ঠিত   রাজবাড়ীর গোয়ালন্দে খ্যাতিমান লাঠিয়াল আঃ কাদের স্মরনে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি সংবাদ সম্মেলনে সৌদি আরব থেকে লাশ হয়ে দেশে ফিরলেন বাগমারার আনামুল ‎শহীদ আবুল কাশেমের ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত বাগমারার আউচপাড়ায় জামায়াতের কর্মীসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে চাচীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: দুই যুবকের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

এম কে হীরা মানিক, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

 

এম কে হীরা মানিক,
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দিতে আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিত পরল উত্তরপাড়া গ্রামের মাহমুদুল হাসান (২৫) ও অন্তারপাড়া গ্রামের সজিব মিয়া (২৪)।

প্রাপ্ত তথ্যমতে, মাহমুদুল হাসান তার নিজের চাচীর গোসলের সময় পারিবারিক বাড়ির ছাদ থেকে গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।পরবর্তীতে তিনি ইমো অ্যাপের মাধ্যমে ওই ভিডিও চিত্র দেখিয়ে চাচার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী চাচা ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা রাতে অভিযান চালিয়ে মাহমুদুল হাসান ও তার বন্ধু সজিব মিয়াকে নিজ নিজ বাড়ি থেকে আটক করেন।

অভিযানের সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা ও হেরোইন সেবনের সরঞ্জাম, একটি বার্মিজ ছুরি এবং আরও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পরে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ইউএনও শাহরিয়ার রহমান বলেন, “অশ্লীল ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের পাশাপাশি অভিযুক্তদের বাড়ি থেকে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।”

শুক্রবার সকালে দণ্ডপ্রাপ্ত দুই যুবককে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর