
এম কে হীরা মানিক, সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি :
২০২৪-২৫ অর্থ বছরে খরিপ /২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সারিয়াকান্দি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সব বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, কৃষি সম্প্রসারণ অফিসার স্মৃতিন্নাহার বিথী, নজরুল ইসলাম ও আবু সাইদ প্রমুখ। কৃষি অফিস সূত্রে জানাগেছে, উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২২৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।