1. admin@dailygrambangla24.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে সাইফুল ইসলাম ভূঁঞা’র যোগদান বাগমারায় কলেজ শিক্ষকের অবসর জনিত বিদায় অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৫ জন আটক ‎দশম গ্রেড ও শিক্ষক-নিপীড়নের প্রতিবাদে উত্তাল লালমনিরহাট রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামী উদ্যোগে মহিলা ও পুরুষদের নিয়ে সুধী সমাবেশ ও কর্মীসভা অনুষ্ঠিত   রাজবাড়ীর গোয়ালন্দে খ্যাতিমান লাঠিয়াল আঃ কাদের স্মরনে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি সংবাদ সম্মেলনে সৌদি আরব থেকে লাশ হয়ে দেশে ফিরলেন বাগমারার আনামুল ‎শহীদ আবুল কাশেমের ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত বাগমারার আউচপাড়ায় জামায়াতের কর্মীসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরায় শিয়াল মারার বিদ্যুতের ফাঁদে গৃহবধূর মৃত্যু

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬৮ বার পঠিত




নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে শিয়াল মারার বিদ্যুৎ সংযোগ দিয়ে তৈরি করা ফাঁদে রূপবান বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।


বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে বাড়ির পাশে সুন্দরবন প্রজেক্টের পাশে মুরগির খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত রূপবান শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের জহুর আলী মোল্লার স্ত্রী।

নিহতের ছেলে আব্দুর সবুর বলেন, সকালে তার মা ছাগলের জন্য ঘাস কাটতে যান সুন্দরবন প্রজেক্টের মধ্যে। আগের দিন প্রজেক্ট ম্যানেজার মাকসুদ ঘাস কেটে নেওয়ার জন্য তার মাকে পরামর্শ দিয়ে ছিলেন। এরপর দুপুর গড়াতে গেলেও তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে প্রতিবেশীসহ আশপাশের বাড়িতে খোঁজা হয়।

আব্দুর সবুর বলেন, কিন্তু দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেলেও তার মা ফিরছিলেন না। একপর্যায়ে আব্দুর রহমানসহ স্থানীয় গ্রামবাসীরা প্রজেক্টের মধ্যে বিদ্যুতের সংযোগ দেওয়ায় তার আটকে তার মায়ের মরদেহ পড়ে থাকার খবর দেন।


দুর্ঘটনার সময় প্রজেক্টে উপস্থিত থাকা মাকসুদ আলমের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে প্রজেক্টের মালিক নুর ইসলাম জানান, খবর পেয়ে তিনি প্রজেক্টের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

শিয়ালের উপদ্রব বেশি হওয়ায় রাতে প্রজেক্টের চারপাশে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হয়। হয়তো ভুলবশত মাকসুদ সকালে বিদ্যুতের সংযোগ খুলে রাখেন নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর