1. admin@dailygrambangla24.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে সাইফুল ইসলাম ভূঁঞা’র যোগদান বাগমারায় কলেজ শিক্ষকের অবসর জনিত বিদায় অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৫ জন আটক ‎দশম গ্রেড ও শিক্ষক-নিপীড়নের প্রতিবাদে উত্তাল লালমনিরহাট রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামী উদ্যোগে মহিলা ও পুরুষদের নিয়ে সুধী সমাবেশ ও কর্মীসভা অনুষ্ঠিত   রাজবাড়ীর গোয়ালন্দে খ্যাতিমান লাঠিয়াল আঃ কাদের স্মরনে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি সংবাদ সম্মেলনে সৌদি আরব থেকে লাশ হয়ে দেশে ফিরলেন বাগমারার আনামুল ‎শহীদ আবুল কাশেমের ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত বাগমারার আউচপাড়ায় জামায়াতের কর্মীসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাংবাদিক সংস্থা বদলগাছী’র নতুন কমিটি গঠন সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফিরোজ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পঠিত
নিজস্ব সংবাদ দাতা:
স্বনামধন্য সাংবাদিক সংগঠন সাংবাদিক সংস্থা বদলগাছী’র সংশোধিত দ্বি-বার্ষিক চূড়ান্ত কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফিরোজ হোসেন।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০ টায় সংস্থার কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এবং প্রতিটি পদের জন্য মনোনয়ন পত্র আহবান করা হয়। এতে কোনও পদেই একাধিক প্রার্থী না থাকায় সভাপতি হিসেবে শহীদুল ইসলাম (গণ সংবাদ ও ডেইলি ট্রাইবুনাল) ও সাধারণ সম্পাদক হিসেবে মো. ফিরোজ হোসেন (দৈনিক গণ মুক্তি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সভায় সভাপতিত্ব করেন সংস্থার সহ-সভাপতি মো. ফারুক হোসেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. ফারুক হোসেন (রাজশাহী সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন (দৈনিক জনতার খবর), সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ আশিক (আই নিউজ বিডি ও আজকের প্রসঙ্গ), অর্থ সম্পাদক মো. রুবেল হোসেন (যমুনা টাইমস২৪.কম), দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. পিন্টু হোসেন (দৈনিক গণ তদন্ত), নির্বাহী সদস্য আব্দুর রউফ (বাংলাদেশ বার্তা), আবু হোসেন (গণ সংবাদ) ও সাধারণ সদস্য মাহবুব আহসান হাবিব শিপলু (দৈনিক সবুজ বাংলা)।
তাছাড়া সংস্থার সাধারণ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী (আমার সংবাদ), মো. মিঠু হাসান (দৈনিক মানব কণ্ঠ ও এনটিভি অনলাইন), মো. আবু রায়হান (দৈনিক মানব জমিন ও বিজয় টিভি), গোলাম সারোয়ার (দৈনিক আলোকিত সকাল)। তারা সংস্থার কার্যক্রমে সাধারণ সদস্য হিসেবে সম্পৃক্ত থাকবেন।
সভায় উপস্থিত সদস্যরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় গঠিত এই কমিটি পেশাদারিত্ব, ঐক্য ও নৈতিকতার আদর্শে বদলগাছীর সাংবাদিক সমাজকে আরও শক্তিশালী করবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর