গ্রাম বাংলা নিউজ ২৪ ডেস্ক:
রাজশাহীর মনোরম প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন একটি শর্ট ফিল্ম—“নীল প্রজাপতি”। তরুণ নির্মাতা এবি রিফাত পরিচালিত এই চলচ্চিত্রে রাজশাহীর উদীয়মান প্রতিভাবান শিল্পীরা অভিনয় করেছেন, যেখানে মূল চরিত্রে দেখা যাবে শাকিল আহমেদ, মুসকান ও সাগরকে। ছবিটির গল্প লিখেছেন সাথী, আর ক্যামেরার পেছনে ছিলেন আক্কু। পুরো শর্ট ফিল্মটির চিত্রায়ন হয়েছে রাজশাহীর বিভিন্ন প্রাকৃতিক লোকেশনে, যেখানে পদ্মার কোলঘেঁষা প্রান্তর, সবুজ গ্রাম আর ঐতিহাসিক স্থাপত্য উঠে এসেছে অপরূপ রূপে।
নির্মাতারা জানান, শুধু বিনোদন নয়, এই চলচ্চিত্রের মাধ্যমে রাজশাহীর সংস্কৃতি ও সৌন্দর্যকে সারাদেশের দর্শকদের সামনে তুলে ধরাই ছিল মূল লক্ষ্য। পরিচালক এবি রিফাত বলেন,“আমরা চেয়েছি রাজশাহীর প্রতিটি রঙ, অনুভূতি ও জীবনধারাকে ক্যামেরায় বন্দি করতে। ‘নীল প্রজাপতি’ শুধুই একটি গল্প নয়, এটি রাজশাহীর প্রতি ভালোবাসার প্রতিফলন।”
অভিনেতা শাকিল আহমেদ বলেন, “রাজশাহীতে শুটিং করার সময় আমরা শহরের এক অন্যরকম রূপ দেখেছি। দর্শকদের অনুরোধ থাকবে—এই চলচ্চিত্র শুধু দেখবেন না, রাজশাহীকে নতুন করে আবিষ্কার করবেন।”
ছবিটি খুব শিগগিরই মুক্তি পাচ্ছে “এবি মিডিয়া হাউস” ইউটিউব চ্যানেলে। তরুণ প্রজন্মের জন্য এই কাজটি হতে পারে অনুপ্রেরণার উৎস, যারা নিজের শহরকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের কাজ করার স্বপ্ন দেখেন।