
আব্দুস সালাম, ক্রীড়া প্রতিবেদক:
মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশের বাছাইকৃত অনূর্ধ্ব ১৬ ফুটবল দল, বাছাই প্রক্রিয়া ও ব্যবস্থাপনার দায়িত্বে হ্যালো সুপারস্টারস। Hello superstar অ্যাপের মাধ্যমে বিচারকদের দ্বারা প্রাথমিক বাছাই শেষে বিকেএসপিতে মাঠ পর্যায়ে বাছাই পর্ব শেষ হয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে উঠে আসা প্রতিভাবান ফুটবলারদের মধ্য থেকে ১৬ জন ফুটবলার নির্বাচিত হয়েছে। ১৬ জন ফুটবলারের মধ্যে বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ জাতীয় দলে জায়গা পেয়েছেন বিকেএসপি থেকে বেড়ে ওঠা বাগমারার তরুণ প্রতিভাবান ফুটবলার নাফিদ আলম সিজান।
সিজান বাইগাছা গ্রামের মোঃ সাহাবুল হকের (সহকারী অধ্যাপক দামনাশ কলেজ) সন্তান। একজন বাবা হিসেবে সাহাবুল হকের দীর্ঘদিনের স্বপ্ন, তার সন্তান একদিন বড় ফুটবলার হবে। সেই লক্ষে তিনি ছেলেকে বিকেএসপিতে ভর্তি করান। সিজানের মা বাবা বলেন , আমরা সবসময় চেয়েছি ও ভালো কিছু করুক, দেশের জন্য খেলুক। ছেলের এই সাফল্যে বাবা আত্নতৃপ্তিতে গা ভাষাচ্ছেন না। তিনি বলেন আমার সন্তান জাতীয় দলে সুযোগ পেয়েছে, এটা আমার জন্য বড় আনন্দের খবর। তবে ছেলেকে চুড়ান্ত সাফল্যের জন্য একটা লম্বা পথ পাড়ি দিতে হবে। সেজন্য তিনি সকলের কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং পুলিশ এফসির ক্যাপ্টেন মানিক হোসেন মোল্লা সিজানকে শুভকামনা জানিয়েছেন। মানিক মোল্লা বলেন সিজান একজন খুদে প্রতিভাবান ফুটবলার। ভবিষ্যতে তার অনেক ভালো করার সম্ভাবনা আছে। সিজানের জাতীয় দলে সুযোগ পাওয়ায় বাইগাছা গ্রামে আনন্দের জোয়ার বইছে। তার এমন সাফল্যে বাগমারা বাসি আনন্দিত এবং গর্বিত। বাগমারা বাসির প্রত্যাশা মানিক মোল্লার মত সিজানও একদিন বাংলাদেশ মূল দলে সুযোগ পাবে।বাংলাদেশ দল লা লিগা ইয়ূথ টুর্নামেন্ট মালেয়েশিয়া ২০২৫ খেলার জন্য ১০/০৭/২০২৫ খ্রিস্টাব্দ দেশ ছাড়বেন। সিজান দেশ এবং নিজের জন্য দোয়া চেয়েছেন। নাফিদ আলম সিজান বলেন সকলের দোয়ায় একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। বাংলাদেশ প্রথমবারের মতো যুক্ত হলেও বর্তমানে ও বিগত দিনগুলিতে জাপান,সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালেয়েশিয়া,পাকিস্তান, চীন, ফিলিপাইন, ভারত, ও মালদ্বীপসহ এশিয়ার ফুটবল পরাশক্তিরা এ আয়োজনে অংশগ্রহণকারী দল।