রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের আলোর সাংবাদিক মো. আব্দুল মালেকের মা মাজেদা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…রাজেউন)। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি উপজেলার মধ্যরাজাপুর গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী। পারিবারিক সুত্র জানায়,বুধবার রাত ১০টা নাগাদ স্টোক করেন মাজেদা বেগম। এর পর তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার বিকেলে বগুড়াতে স্থানান্তর করে। বগুড়া নিয়ে যাবার পথে বিকেল সাড়ে ৫টা নাগাদ তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই পুত্র,দুই মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। শুক্রবার জুম‘আর নামাজের পর নিজ বাসভবন মধ্যরাজাপুর গ্রামে ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে রাণীনগর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব এবং প্রেসক্লাব রাণীনগরের সাংবাদিকবৃন্দ, উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জেলা জামায়াতের সুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাসসহ উপজেলার বিভিন্ন মহল থেকে শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।