আ: সালাম, ক্রীড়া প্রতিবেদক বাগমারা:
রাজশাহী জেলার অনূর্ধ্ব ১৭ প্রাথমিক খেলোয়াড় বাছাই সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল লীগকে সামনে রেখে রাজশাহী জেলার প্রাথমিক খেলোয়ার বাছাই সম্পন্ন করা হয়েছে। আজ (৬ জুলাই) রবিবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে অনূর্ধ্ব ১৭ জাতীয় লিগের জন্য প্রায় ২২৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। ২২৫ জন খেলোয়াড়ের মধ্যে থেকে প্রাথমিকভাবে ৫০ জনকে সিলেকশন করা হয়। এদের মধ্যে থেকে ২৫ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী জেলার অনূর্ধ্ব ১৭ খেলোয়ারদের বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধনধারী ফুটবল কোচ এবং রাজশাহী জেলা ফুটবল এ্যসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোঃ মাহমুদ আলম বাবু, ফুটবল কোচ কামাল পারভেজ, কোচ মোঃ জহির উদ্দিন ভোলা, ফুটবল কোচ মোঃ সোহাগ হোসেন পলাশ।
রাজশাহী ফুটবল এ্যসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোঃ মাহমুদ আলম বাবু বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনূর্ধ ১৭ জাতীয় ফুটবল লিগ আয়োজনের উদ্দেশ্য হলো
বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা । তরুণ ফুটবলারদের প্রতিভা অন্বেষণ এবং তাদের বিকাশের সুযোগ করে দেওয়া।এই লিগ তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার প্ল্যাটফর্ম; যা ভবিষ্যতে জাতীয় দলের খেলোয়ার তৈরি করতে সহায়তা করবে। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে অনূর্ধ্ব ১৭ জাতীয় লিগ জুলাইয়ের শেষের দিকে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে শুরু হবে ।