
গ্রামবাংলা নিউজ:
প্রকৃতিকে বাঁচান, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করুন,এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে,রাজশাহীর বাগমারায় জনশক্তি উন্নয়ন সংগঠনের উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল বুধবার কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয় , প্রাথমিক বিদ্যালয়, ও বাজারের আশে পাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হয়েছে।
এ সময় উপস্তিত ছিলেন জনশক্তি উন্নয়ন সংগঠনের সভাপতি প্রভাষক মোঃ আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ মাস্টার মোঃ মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: মাহাবুর রহমান মনি, সংগঠনের অন্যতম সদস্য মোঃ আব্দুল খালেক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম,বীর মুক্তি যোদ্ধা হাফিজুর রহমান, বুলবুল হোসেন, মোঃ রেজাউল ইসলাম, মোঃ শাকিম সহ আরো অনেকেই।
এসময় সংগঠনের নেতারা বলেন, যেহেতু এখন বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময়, সেহেতু ছায়া সুনিবিড় পরিবেশ গঠন, সবুজ, শ্যামল ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রত্যেকে অন্তত একটি করে গাছের চারা রোপন করা দরকার বলে আমরা মনে করছি। এ ছাড়া আমাদের এই বৃক্ষ রোপন কর্মসুচী সারা মাস ব্যপি অব্যাহত থাকবে।