মোবারক,বাগমারা:
রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের চন্ডিপুর গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গরু ছাগল ও হাঁস মুরগি । মঙ্গলবার ( ১৩ মে -২৫) দিবাগত রাত তিন টার দিকে বাগমারা উপজেলা চন্ডিপুর গ্রামের মৃত: তরিকুল্লাহর ছেলে মো: আমেদ আলী এবং আ: হমিদের ছেলে মো: মিঠুর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্র জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রতি দিনের মত তারা তাদের বাড়ীর পাশের আলাদা দুটি গোয়াল ঘরে ৮ টি গরু, ৪টি ছাগল ও কিছু হাঁস ও মুরগি রেখে বাড়ীর সবাই ঘুমিয়ে পড়েন।গভীর রাতে গরুর চিৎকার ও ছট ফটানির শব্দে ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে দেখে গোয়ালঘর দুটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয়দের ধারণা মশা তাড়ানোর কয়েল থেকে আগুনটি লাগতে পারে।
তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে বাড়ির নিজস্ব মর্টার চালু করে অনেক চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ৪ টি গরু ১টি ছাগল ও কিছু হাঁস মুরগি পুড়ে মারা যায়। আগুনে দগ্ধ হয়েছে আরো ৪ টি গরু ও তিনটি ছাগল।
বর্তমানে তারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এ ঘটনায় তাদের পরিবারে অন্তত ৮/৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সিদ্দিক জানান, আমি ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করেছি। তবে এ বিষয়ে কেউ লিখিত কোন অভিযোগ দেননি।
এ সংবাদ লেখা পর্যন্ত কোন রাজনৈতি বা সামাজিক সংগঠনের কেউ ঘটনা স্থল পরিদর্শনে আসেনি।