বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের কোয়ালী পাড়া গ্রামের বরকতুল্লার ছেলে, চাঁন মোহাম্মদ, গতকাল রবিবার দিবাগত রাত্রি ৮ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। চাঁন মোহাম্মদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জীবদ্দশায় তিনি, কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, কোয়ালী পাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদ নির্মাণ কমিটির নির্বাহী সদস্য, কোলাবিল মৎস্য চাষ প্রকল্পের হিসাব রক্ষক, জনশক্তি উন্নয়ন সংগঠন কোয়ালী পাড়ার নির্বাহী সদস্য,সহ নানা পেশা ও ব্যবসার সাথে জড়িত ছিলেন।
ঘটনার দিন মাগরিব নামাজের আগ মুহূর্তে তিনি হঠাৎ করেই বুকের ব্যথা অনুভব করেন, এরপর স্থানীয় চিকিৎসক দ্বারা তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনুভব করে, স্থানীয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সিএনজি যোগে রওনা করা হয়। পথিমধ্যে হাট খুজিপুর নামক জায়গায় পৌঁছালে গাড়ির মধ্যে তার মৃত্যু হয়। হাট খুজিপুর বাজারের স্থানীয় চিকিৎসক কে দেখালে তিনি মৃত ঘোষণা করেন।
তার নিকট আত্মীয়-স্বজন দূর দুরান্তে অবস্থান করার কারণে আজ সোমবার সকাল ৯ টায় কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তার চার পুত্র এবং দুই কন্যা সন্তান , স্ত্রী পরিজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় গ্রামবাসীর ভাষ্যমতে তিনি একজন অত্যন্ত হাসি খুশি এবং এলাকার মানুষের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। শত ব্যথা বেদনা অথবা দুঃখ কষ্টের মাঝে ও তিনি কারো উপর রাগ বা অভিমান করতেন না। অত্র এলাকায় তিনি দড়িয়া বান্দার (বদন) জনপ্রিয় একজন খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে কোয়ালী পাড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষে মাস্টার মোবারক হোসেন এবং কোলা বিল মৎস্য চাষ প্রকল্পের পক্ষে সভাপতি মোঃ আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম, মোনাপাড়া গ্রামের হিসাবরক্ষক মোঃ আব্দুস সালাম, সদস্য নুরুল ইসলাম, হাট গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালাম, এবং ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম , গভীরভাবে শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।