
গ্রামবাংলা নিউজ:
রাজশাহীর বাগমারায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন (সোমবার ) বেসরকারী উন্নয়ন সংস্থা জনশক্তি উন্নয়ন সংগঠন বাগমারা রাজশাহীর উদ্যোগে, নরদাশ সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা বিদ্যালয় এর হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় বাল্য বিবাহ কে না বলা, সকলকে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন হওয়া, শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, নিজে বাল্য বিবাহ না করা,অন্যকে বাল্য বিবাহ না করার জন্য উৎসাহিত করা এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মোঃ মাহবুবুর রহমান মনির সঞ্চালনায়, সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে, বক্তব্য উপস্থাপন করেছেন জনশক্তি উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা বিউটি রানী, সহকারী শিক্ষক বিমল সরকার, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ জাফরীন সহ আরো অনেকেই।
এ সময় বক্তারা বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হতে হবে। বাল্য বিবাহ এর ক্ষতিকারক দিক তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধভাবে বাল্য বিবাহ প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।