রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহীর চারঘাটে রায়পুর গ্রামেস্থ পৈতিক সম্পত্তিতে থাকা ১৫টি আমগাছ, ২৫টি কলাগাছ ২৫ ও ১৫টি মেহগনি এবং ১টি কাঠাঁলগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত (১৯ মে) সোমবার দুপুরে ভায়ালক্ষীপুর ইউনিয়নে রায়পুর খাঁপাড়া গ্রামে কে বা কাহারা আমার পৈতিক সম্পত্তিতে আমবাগানে বিভিন্ন প্রকারের ফলের গাছসহ কেটে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
আনুমানিক ১লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাগান মালিক আসমত আলী বলেন,আমি লোকমুখে গাছ কাটার কথা শুনতে পেয়ে আমার ছেলে রেজাউলসহ বাগানে গিয়ে দেখি কে বা কাহারা আমার পৈতিক সম্পত্তিতে আমবাগানে বিভিন্ন প্রকারের ফলের গাছগুলো কেটে ফেলেছে।
নিরাপত্তাহীনতায় আমি বিষয়টি চারঘাট মডেল থানায় গিয়ে একটি সাধারন ডায়েরী করি। এব্যাপারে মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনা বিষয়টি নিশ্চিত করেন ও শুনে দ্রুত পুলিশকে পাঠানো হয় এবং থানায় একটি সাধারন ডায়েরী করেন আসমত আলী।