
নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার ধোপাঘাটা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে রাজশাহীর প্রথম কোন নারী শিক্ষার্থী (ধোপাঘাটা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আঞ্জুমান রহমান নিশাদ) কে কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গতকাল বুধবার (৩০ এপ্রিল) রাজশাহী জেলা ছাত্রদলের আওবায়ক এমএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার এবং সদস্য সচিব আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। ধোপাঘাটা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের মোঃ নোমান শাহ্কে সভাপতি এবং মোসাঃ আন্জুমান রহমান নিশাদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহমুদ হাসান লিখন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শিশির, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজ জয়, সদস্য মোঃ রিফাত মাহমুদ, মোঃ মাসুদ রানা, মোঃ সবুজ, মোঃ মনিরুল ইসলাম, মোহাম্মদ ইশতিয়াক আহমেদ লিয়ন এবং মোঃ সাকলাইন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।