
গ্রামবাংলা নিউজ :
রাজশাহীর বাগমারায় বৃহস্পতিবার বিকেলে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ। উপজেলার আউচপাড়া ইউনিয়নের মির্জাপুর, গনিপুর ইউনিয়নের হাসনিপুর, কুমানীতলা গ্রামে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের কাঁচা, আধাপাকা বাড়ীর টিনের ছাউনি, পানবরজ, ধানক্ষেত, আম সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শুক্রবার ( ২ মে ) বিকেল ছয়’টায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন সহ বাগমারা প্রেস ক্লাবের সংবাদ কর্মী বৃন্দ, এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলায় শিলা বৃষ্টিতে ধান, পান, আম সহ প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।