1. admin@dailygrambangla24.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে সাইফুল ইসলাম ভূঁঞা’র যোগদান বাগমারায় কলেজ শিক্ষকের অবসর জনিত বিদায় অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৫ জন আটক ‎দশম গ্রেড ও শিক্ষক-নিপীড়নের প্রতিবাদে উত্তাল লালমনিরহাট রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামী উদ্যোগে মহিলা ও পুরুষদের নিয়ে সুধী সমাবেশ ও কর্মীসভা অনুষ্ঠিত   রাজবাড়ীর গোয়ালন্দে খ্যাতিমান লাঠিয়াল আঃ কাদের স্মরনে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি সংবাদ সম্মেলনে সৌদি আরব থেকে লাশ হয়ে দেশে ফিরলেন বাগমারার আনামুল ‎শহীদ আবুল কাশেমের ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত বাগমারার আউচপাড়ায় জামায়াতের কর্মীসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

বাগমারায় শিক্ষানুরাগী, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহাদ আলী সরদারের স্মরণসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২০৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, বাগমারা
রাজশাহীর বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় মরহুম আহাদ আলী সরদারের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মরহুম আহাদ আলী সরদার ১৯২৭ সালের ১৭ জুলাই মচমইল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। গত ১০ জুলাই, ২০২৫ ইং তাঁর দীর্ঘ কর্মময় জীবনের ইতি ঘটে।
কীর্তিমান এই মহৎ ব্যক্তির কর্মময় জীবন নিয়ে মঙ্গলবার বিকেলে মচমইল প্রগতি সংঘের উদ্যোগে প্রগতি সংঘ চত্বরে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
মচমইল প্রগতি সংঘের আহ্বায়ক ও শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ এর সঞ্চালনায় স্মরণ সভায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন, মরহুমের ছেলে মাস্টার আজাহার আলী, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত শিক্ষা অফিসার ‘আলহাজ্ব মোঃ গোলাম রহমান, আলহাজ্ব ইয়াদ আলী মন্ডল, মচমইল ডিগ্রী কলেজের অবঃ প্রাপ্ত অধ্যক্ষ কুমার প্রতিক দাশ রানা, সৈয়দপুর মচমইল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন, মচমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী রেবতী মোহন প্রাং, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম, সাবেক অধ্যাপক আখতারুজ্জামান তপন প্রমুখ।
স্মরণ সভায় মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা। মরহুম আহাদ আলী সরদারের মৃত্যুর মধ্যে দিয়ে পরিবারের পাশাপাশি এলাকাবাসী একজন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারিয়েছেন বলে উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, বাসুপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ,  সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সুধীবৃন্দ, আত্মীয়-স্বজনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্মরণসভা অন্তে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর