
মো: হেলাল উদ্দীন:
গুরু তুমি শিখিয়েছো আলো,জ্ঞান বিতরণে ছিলে অনেক ভালো। বৃহস্পতিবার (১৭ জুলাই) আচিনঘাট কারিগরি কলেজ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।অবসরজনিত বিদায় সংবর্ধিত শিক্ষক হলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোজাম্মেল হক মন্ডল।
শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে আরম্ভ হয়ে অবসরপ্রাপ্ত শিক্ষককে কলেজের পক্ষ থেকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ বকুলের সভাপতিত্বেও সহকারী অধ্যাপক মকলেছুর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহাবুবুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন হাটগাঙ্গোপাড়া কারিগরি কলেজে অধ্যক্ষ মাহাবুবুল হক,ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ শারমিন নাসরিন সাথী,সাফিক্স প্রি-ক্যাডেট কিন্টার গার্টেন এর প্রধান শিক্ষক জাকির হোসেন,ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম,বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান প্রিন্স প্রমূখ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনিপুর ইউপি চেয়ারম্যান এ্যাড: মনিরুজ্জামান রঞ্জু,মোহনগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষক প্রতিনিধি মতিউর রহমান মৃধা(মতিন)।
এ সময় আলোচকগণ আচিনঘাট কারিগরি কলেজের বিদায়ী শিক্ষকের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও বিদায়ী শিক্ষক নিজের অনুভূতি ব্যক্ত করেন।
অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ বকুল জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক সহকারী অধ্যাপক মোজাম্মেল হক মন্ডল ৯-১১-২০০২ সালে অত্র কলেজে বাংলা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন এবং১৯-০৭-২০২৫ চাকুরীর বিধিমোতাবেক অবসরে যান। তিনি দীর্ঘ ২২বছর ৬মাস ১০দিন বাংলা বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান দিয়েছেন।