মাহাবুর রহমান মনি, বাগমারা :
রাজশাহীর বাগমারার শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মার্চ, বৃহস্পতিবার বিকেলে মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুভডাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সহকারী অধ্যাপক মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং যুবদল নেতা আতিকুর রহমান জর্জ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মুহাম্মদ আব্দুল গফুর প্রাং। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক মোঃ কামাল হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবং নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য প্রদানকালে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন বলেন, শুভডাঙ্গা ইউনিয়নের মানুষ একজন যোগ্য ও শিক্ষিত মানুষকে চেয়ারম্যান বানিয়েছে যার সুফল আপনারা পাচ্ছেন।
তিনি আরোও বলেন, আগামীতেও যোগ্য মানুষকে আপনারা ভোটে নির্বাচিত করবেন বলেই আমি বিশ্বাস করি। আমাদের দলের মধ্যেই কিছু ষড়যন্ত্রকারী রয়েছেন, যারা দলের ভাবমূর্তি নষ্ট করছে যা কোন ভাবেই কাম্য নয়। সাংগঠনিক দায়িত্বে যারা রয়েছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন বলেই আমরা প্রত্যাশা করি। তাছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, দলের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন তাদের বিচার পাঁচ বছর পরে হলেও হবে।
অদ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার মোঃ আব্দুল গাফফার, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান রঞ্জু, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান, মোঃ হাবিবুর রহমান হবির, বিএনপি নেতা খন্দকার মোহাম্মদ দুলাল হোসেন, পানিয়া নরদাস ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন।
উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোঃ আবুল কালাম আজাদ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আব্দুল হাকিমসহ উপজেলা এবং অত্র ইউনিয়ন বিএনপি’র সর্বস্তরের নেতৃবৃন্দ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।