1. admin@dailygrambangla24.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে সাইফুল ইসলাম ভূঁঞা’র যোগদান বাগমারায় কলেজ শিক্ষকের অবসর জনিত বিদায় অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৫ জন আটক ‎দশম গ্রেড ও শিক্ষক-নিপীড়নের প্রতিবাদে উত্তাল লালমনিরহাট রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামী উদ্যোগে মহিলা ও পুরুষদের নিয়ে সুধী সমাবেশ ও কর্মীসভা অনুষ্ঠিত   রাজবাড়ীর গোয়ালন্দে খ্যাতিমান লাঠিয়াল আঃ কাদের স্মরনে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি সংবাদ সম্মেলনে সৌদি আরব থেকে লাশ হয়ে দেশে ফিরলেন বাগমারার আনামুল ‎শহীদ আবুল কাশেমের ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত বাগমারার আউচপাড়ায় জামায়াতের কর্মীসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

বাগমারায় ভয়াবহ অগ্নিকান্ডে বাড়িঘর ভস্মীভূত 

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৩১ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ভয়াবহ অগ্নিকান্ডে বাড়িঘরসহ ধুলিসাৎ হয়ে গেছে সবকিছু। উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ৩ টার দিকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে। অত্র ইউনিয়নের তজের আলীর ছেলে তোফাজ্জল হোসেনের বাড়িতে এই অগ্নিকান্ড সংঘটিত হয়। ঘটনার পর পরিবারের লোকজন এখন বাকরুদ্ধ।
জানা গেছে, বাড়িসহ গোয়াল ঘর, রান্নাঘর, বাথরুম, গরু, হাঁস, মুরগি, ধান, চাল, পেঁয়াজ, গরুর খাদ্যসহ বাড়ির সকল ধরনের আসবাবপত্র কোন কিছুই আর অবশিষ্ট নেই। পুড়ে ছাই হয়ে গেছে সবকিছু। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে আর কিছুই পোড়ার বাঁকী নেই।
বর্তমানে বাড়িতে বসবাস করার মত কোনো পরিবেশ নেই। ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন নিঃস্ব হয়ে পড়েছে।অগ্নিকান্ডে ক্ষতির পরিমান আনুমানিক ৮ -১০ লক্ষ টাকা হবে বলে স্থানীয়রা ধারণা করছেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করে গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা বাবুল হোসাইন বলেন, আমার নিজ গ্রামের ঘটনা এটি। আমি ক্ষতিগ্রস্ত পরিবারটির সাথে কথা বলে তাদের স্বান্তনা দিয়েছি এবং ধৈর্য্য ধারণ করার জন্য বলেছি। কয়েকদিনের মধ্যে আমার সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক ভাবে সহযোগিতা করা হবে বলে আমি প্রত্যাশা করি।
স্থানীয়দের ভাষ্য, তোফাজ্জল হোসেন কৃষি কাজ এবং গরু, ছাগল, হাঁস, মুরগি সহ বিভিন্ন ধরনের কাজ কর্ম করে সংসার চালাতেন। কিন্তু এখন তার আর কিছুই অবশিষ্ট রইলো না। সরকারি/বেসরকারি বা ব্যাক্তিগত পর্যায় থেকে সহযোগিতা ছাড়া এই পরিবারটির ঘুরে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব নয়। তাই সকলের সহযোগিতা চেয়েছেন গ্রামবাসী।
এ বিষয়ে জানানো হলে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সিদ্দিক বলেন, আমরা অগ্নিকান্ডের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম।বিষয়টি আমরা আমাদের উপর মহলকে অবহিত করেছি।
এবিষয়ে জানতে চাইলে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। ভুক্তভেগী পরিবারটি সহযোগীতার আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর