1. admin@dailygrambangla24.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে সাইফুল ইসলাম ভূঁঞা’র যোগদান বাগমারায় কলেজ শিক্ষকের অবসর জনিত বিদায় অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৫ জন আটক ‎দশম গ্রেড ও শিক্ষক-নিপীড়নের প্রতিবাদে উত্তাল লালমনিরহাট রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামী উদ্যোগে মহিলা ও পুরুষদের নিয়ে সুধী সমাবেশ ও কর্মীসভা অনুষ্ঠিত   রাজবাড়ীর গোয়ালন্দে খ্যাতিমান লাঠিয়াল আঃ কাদের স্মরনে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি সংবাদ সম্মেলনে সৌদি আরব থেকে লাশ হয়ে দেশে ফিরলেন বাগমারার আনামুল ‎শহীদ আবুল কাশেমের ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত বাগমারার আউচপাড়ায় জামায়াতের কর্মীসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

বাগমারায় বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুতের  মিটার চুরি, মোবাইল নম্বার রেখে গেছে চোর

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পঠিত

 

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় প্রতিনিয়ত চুরি হচ্ছে পল্লী বিদ্যুতের মিটার। মিটার চুরির ঘটনায় অভিযোগ হলেও দীর্ঘদিন থেকে এই চক্রের কাউকে ধরতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মিটার চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চুরির পাশাপাশি চোরেরা মোবাইল নম্বার রেখে গেছে। সেই নাম্বারে যোগাযোগ করা হলে তারা টাকা দাবি করে। টাকা দিলে তারা মিটার ফেরত দেবেন বলেও জানা গেছে। গত বৃহস্পতিবার রাতে বাগমারার পশ্চিম এলাকার শংকরপৈ মোড়ের রাইস মিল, বকপাড়া মোড়ের রাইস মিল, নারায়নপাড়া গ্রামের ইয়াদ আলী সহ গ্রামবাসীর একটি গভীর নলকূপ এবং মুগাইপাড়ায় বরেন্দ্র চালিত গভীর নলকূপের মিটার চুরির ঘটনা ঘটে। চারটি মিটার চুরির পর একই মোবাইল নাম্বার রেখে যায় তারা। তবে নাম্বারটির নিচে শুধু ভিন্ন সংখ্যা রয়েছে। অর্থাৎ যতটা মেয়েটার চুরি করেছে তারা এক রাতে সে অনুযায়ী নাম্বারগুলো দেয়া হয়েছে। এছাড়াও ভবানীগঞ্জ থেকে দুইটি মিটার চুরি করা হয়েছে। তবে মিটার দুটির মধ্যে একটি পাওয়া গেছে।  মিটার চুরির ঘটনায় গভীর নলকূপ ও রাইস মিলের মালিকরা আলাদা করে অভিযোগ দেয়ের করে বাগমারা থানায়। তবে এখন পর্যন্ত কাউকেই শনাক্ত করতে পারেনি পুলিশ।  এদিকে শংকরপৈ মোড়ের রাইস মিল মালিক আপন সরকার বলেন, আমি সকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় রাইস মিলে গিয়ে দেখি যে, আমার মিটারটি কে-বা কাহারা চুরি করে নিয়ে গেছে। তবে সেখানে  অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নং ০১৯৪৬৮৯৩০৫৪ মিটারের কাছে পাওয়া গেছে। ওই নাম্বারে মোবাইল নম্বরে যোগাযোগ করলে আমার কাছে ৬০০০ হাজার টাকা দিলে মিটার ঘুরিয়ে দেয়া হবে। তা-না হলে তোমার মিলে যতো বার মিটার লাগাবে ততোবার আমি মিটার চুরি করবো। এছাড়াও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে চোরেরা।    নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগমারা জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান বলেন, বাগমারায় প্রায় এরকম ঘটনা ঘটছে। মিটার চুরির ঘটনায় বেশ কয়েকজন মোবাইলে জানিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছয়টি মিটার চুরি হয়েছে বলে জানতে পেরেছি। এর মধ্যে ভবানীগঞ্জে একটি পাওয়া গেছে। অন্যগুলোর এখনো খোঁজ পাওয়া যায়নি। কারা এই মিটার চোরের সাথে জড়িত সেটি খোঁজ নেয়া হচ্ছে। মিটার চুরির একটি চক্র রয়েছে দেশব্যাপী। তারা মিটার চুরি করে সেখানে মোবাইল নাম্বার রেখে যায়। এর আগে আমি অন্য অফিসে থাকা অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বেশ কয়েকজন চোরকে ধরতে সক্ষম হয়েছিলাম।  এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে মিটার চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর