সোহেল রানা, বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় ২ নং নরদাশ ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এবং প্যানেল চেয়ারম্যান -১ মোঃ রফিকের উদ্যোগে ইফতার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ মার্চ, ২০২৫ ইং বিকেলে নরদাশ উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া। তিনি বলেন, দেশে আবারও ১/১১-এর কুশীলবরা ষড়যন্ত্র শুরু করেছে। তারা সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চরিত্রে কালিমা লেপন করেছিল। একজন রাজনীতিবিদের জীবনে যখন সফলতার সুবর্ণ সময়, তখন তাঁর উপরে নানা মিথ্যা দোষারোপ করে কালিমা লেপন করেছিল। এ কুশীলবদের ষড়যন্ত্রে ব্যারিস্টার আমিনুল হকের মতো ত্যাগী ও গুণী নেতা তাদের দেওয়া কালিমা গায়ে নিয়ে মৃত্যুবরণ করেছিলেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র নেতা মোঃ আবুল কালাম আজাদ। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। ছাত্র-জনতা যখন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছে, তখন ১/১১-এর কুশীলবরা সক্রিয় হয়ে উঠেছে।
উক্ত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বাগমারা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দ ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, নরদাশ ইউনিয়ন তারেক জিয়া প্রজম্ন দলের সভাপতি মোঃ ওয়াসিম আকরাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তারেক জিয়া প্রজন্ম দলের বাগমারা উপজেলা সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা মাষ্টার মোঃ নওশাদ আলী, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু সামা মিস্টার, মোঃ মামুন হোসেন, হাবিবুর রহমান, মোঃ দুলাল হোসেনসহ নরদাশ ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী বৃন্দ।