নিজস্ব সংবাদদাতা:
শনিবার বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (১৯ই জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমিনুল ইসলাম বগুড়া নিশিন্দারা এলাকার মৃত আব্দুল লতিফ মন্ডলের ছেলে। এছাড়াও তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। পরিবহন নেতা আমিনুল পাশাপাশি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং ঢাকা-উত্তরবঙ্গ রুটে চলাচলকারী শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালকও তিনি।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।