গ্রাম বাংলা নিউজ:
বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. শওকত আলী (৪৫) কে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার (১৩ই মে) সন্ধ্যা ৬টার দিকে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শওকত আলী শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম পশ্চিমপাড়ার মো. আব্দুর রউফের ছেলে এবং কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলমা জানান, গত ২ নভেম্বর শেরপুর থানায় দায়ের করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো করা হবে।