গ্রাম বাংলা নিউজ:
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইমরান (৩৫), পিতা মৃত খয়বর আলী, সাং-খড়না নাদরপুকুর, শাজাহানপুর, বগুড়া।
জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ আবু ছাঈদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শাজাহানপুর উপজেলার খড়না নাদরপুকুর গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমরান পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।
পরে তল্লাশির মাধ্যমে তার দেহ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।