আজিজুর রহমান, ফিলিপাইন:
পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য এক আনন্দ ও আত্মশুদ্ধির বার্তা। এ ঈদ আমাদের শিক্ষা দেয় সর্বোচ্চ ত্যাগ ও আত্মনিবেদন। মহান আল্লাহর আদেশ পালনে হজরত ইব্রাহিম (আ.) যখন প্রিয় পুত্র ইসমাইল (আ.) কে কোরবানি দিতে উদ্যত হন, তখন তা হয়ে ওঠে ঈমান ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। সেই চেতনারই বাস্তব রূপ হচ্ছে ঈদুল আযহা। এই ঈদ কেবল পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মিক উন্নয়ন ও খোদাভীতির অনুশীলন। আল্লাহ তাআলা বলেন— “তাদের মাংস ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া।” (সূরা হজ, আয়াত ৩৭) এই মহিমান্বিত উৎসব আমাদের শেখায় আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, নিজের লালসা ও অহংকারের কোরবানি,দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজে সাম্য, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধন গড়ে তোলা। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে, যখন বিভেদ ও স্বার্থপরতা সমাজকে বিষিয়ে তুলছে, তখন ঈদুল আযহার এ মহান শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক। আমাদের উচিত, ঈদের আনন্দ শুধু নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে দরিদ্র, প্রতিবেশী, পথশিশু ও সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া। আসুন, আমরা ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ধারণ করি; নিজ নিজ অবস্থান থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে আত্মনিয়োগ করি। এই পবিত্র দিনে সকল হিংসা, বিদ্বেষ ও কলুষতা ভুলে আমরা এগিয়ে আসি শান্তি, মানবতা ও ভালোবাসার পথে। পবিত্র ঈদুল আযহা সবার জন্য বয়ে আনুক অফুরন্ত শান্তি, কল্যাণ ও রহমত। ঈদ মোবারক!
মোঃ আজিজুর রহমান,
সি ও ও আশা ইন্টারন্যাশনাল,
ফিলিপাইনস।