নিজস্ব প্রতিবেদক:
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে শেরপুরের নালিতাবাড়ীতে বিপুল পরিমাণে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। অভিযানে কারেন্ট জাল বিক্রির দায়ে দুটি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ২৯ মে বৃহস্পতিবার এই অভিযান পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেনের নেতৃত্বে অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি, পুলিশ, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ অনুসারে উপজেলার বিভিন্ন স্থানে কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। কলসপাড় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ২৫টি দুয়ারী কারেন্ট জাল ও পৌর শহরের দুটি দোকান থেকে অতিরিক্ত ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়াও ওই দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি দৈনিক গ্রাম বাংলা কে
বলেন, মৎস্যসম্পদ রক্ষায় এধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।