
দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী
জাহাঙ্গীর আলম আকাশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে দূর্গাপুরের বিএনপি নেতা নেতাকর্মীরা আলোচনা সভা ও শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে এই দিনে বিএনপি গঠন করেন,তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
জিয়াউর রহমান নিহতের পর,নানা ঘটনা মধ্যে দিয়ে ১৯৮৩ সালে ২১ফেব্রুয়ারি বিএনপি হাল ধরেন তার সহধর্মিণী খালেদ জিয়া। তিনি হলেন দলের চেয়ারপারসন। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগের দেয়া বিভিন্ন মামলা কারাভোগও পরে অসুস্থতার কারণে রাজনীতিতে কম সক্রিয় । ২০১৮ সালে ফেব্রুয়ারি থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তারেক রহমান।
দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমকে পাঠানো এক বাণীতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি আরো বলেন, দেশে এখনো প্রকৃতপক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, আইনের শাসন স্বাধীনভাবে মত প্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আর এই জন্য নির্বাচনের জবাবদিহিমূলক সরকার অতীব জরুরী।
তাই তারেক রহমানের কথার প্রতিপাদ্য রেখেই দূর্গাপুরে বিএনপি’র ৪৭ প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও পথসভা করা হয়। উক্ত আলোচনা সভার সঞ্চালনা করেন আজাদ রেজাউল করিম উপজেলা বিএনপি সদস্য,বিশেষ অতিথি মোঃ সাইদুর রহমান মন্টু সদস্য জেলা বিএনপি।
সভাপতিত্ব করেন কামরুজ্জামান আয়নাল,আহ্বায়ক দূর্গাপুর উপজেলা বিএনপি। আরো বক্তব্য রাখেন অধ্যাপক মো:জোবায়েদ হোসেন,সদস্য সচিব দূর্গাপুর উপজেলা বিএনপি।
আলোচনা সভাটি পরিচালনায় ছিলেন,জনাব হাসানুজ্জামান লালটু আহ্বায়ক দূর্গাপুর পৌরসভা বিএনপি ও মো: রেজাউল হক স্বপন সদস্য সচিব দূর্গাপুর পৌর বিএনপি। আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার সকল বিএনপির নেতাকর্মীরা।