1. admin@dailygrambangla24.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে সাইফুল ইসলাম ভূঁঞা’র যোগদান বাগমারায় কলেজ শিক্ষকের অবসর জনিত বিদায় অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৫ জন আটক ‎দশম গ্রেড ও শিক্ষক-নিপীড়নের প্রতিবাদে উত্তাল লালমনিরহাট রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামী উদ্যোগে মহিলা ও পুরুষদের নিয়ে সুধী সমাবেশ ও কর্মীসভা অনুষ্ঠিত   রাজবাড়ীর গোয়ালন্দে খ্যাতিমান লাঠিয়াল আঃ কাদের স্মরনে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি সংবাদ সম্মেলনে সৌদি আরব থেকে লাশ হয়ে দেশে ফিরলেন বাগমারার আনামুল ‎শহীদ আবুল কাশেমের ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত বাগমারার আউচপাড়ায় জামায়াতের কর্মীসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

দূর্গাপুরে পিস্তল , ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি সহ যুবক আটক

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৯৫ বার পঠিত



দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী
জাহাঙ্গীর আলম আকাশ :

র‍্যাব -৫ রাজশাহী এ-র টহল টিম ও সেনাবাহিনীর একটি বিশেষ টহল টিমের সহিত যৌথভাবে অস্ত্র উদ্ধার মামলা রুজু সংক্রান্ত ওয়াচ যে,অদ্য-১৯/০৬/২০২৫ইঃ তারিখ রাত্রি ০৪:৩০ -০৫.৩০ ঘটিকার সময় র‍্যাব ৫ রাজশাহী, এস আই (নি:) অরুপ ধন মন্ডল, ডিএডি নায়েক সুবেদার, হারুন অর রশিদ, ও সংগীয় ফোর্স সহ একটি টহল টিম, এবং সেনাবাহিনীর একটি বিশেষ টহল টিম, যৌথভাবে দুর্গাপুর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে, গোপন সংবাদে জানতে পারেন, যে দুর্গাপুর থানাধীন জয়নগর ইউপির, অন্তর্গত কলনটিয়া গ্রামে মোঃ আসাদুল রহমান, পিতা সোহরাব হোসেন, এর বাড়ির সামনে একজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করার জন্য অপেক্ষা করছে, উক্ত সংবাদের ভিত্তিতে টিমের সদস্যগন কৌশলে ঘটনাস্থলে উপস্থিত হলে একজন লোক পালানোর চেষ্টা করলে, তাকে গ্রেফতার করা হয়। তার নাম মোঃ শরীফ (৩০) পিতা মোঃ শফিকুল ইসলাম, সাং আলীগঞ্জ, থানা রাজপাড়া জেলা রাজশাহী মহানগর বলে জানায়, মোঃ শরিফকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে, এবং তার দেখানো মতে শ্বশুর মো: আদাদুল( ৮০), পিতা সোহরাব হোসেন, গ্রাম কলনটিয়া থানা দুর্গাপুর জেলা রাজশাহীর এর পশ্চিম পাশের দক্ষিন দুয়ারী ঘরের একচালা টিনের ঘরের ভিতর মেঝেতে ০২ ফুট মাটির নিচে একটি মরিচা ধরা লোহার তৈরি বিদেশি পিস্তল, দৈর্ঘ্য ২২ সেন্টিমিটার পিস্তলের বাঁটের দুই পাশে বিশেষ গ্রিপার সংযুক্ত, যাহার বডির একপাশে ইংরেজিতে Made in USA লিখা আছে।

০১টি লোহার তৈরির ম্যাগাজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে, এস আই অরূপ ধন মন্ডল, দুর্গাপুর থানায় এজাহার দায়ের করলে, দুর্গাপুর থানার মামলা নাম্বার ১২ তারিখ ১৯/০৬/২৫ ইং ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের 19 A/19( 1) -রুজু করে তদন্তভার এস আই মোঃ রেজাউল করিমের উপর অর্পণ করেন, জব্দকৃত আলামত ও ধৃত আসামী দুর্গাপুর থানা হেফাজতে রয়েছে। দূর্গাপুর থানা ইনচার্জ ওসি দূরুল হুদা, জানান দূর্গাপুর থানা সাতটি ইউনিয়নে সর্ব সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে , গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর