দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী
জাহাঙ্গীর আলম আকাশ
রাজশাহীর দুর্গাপুরে ১৪ বছরের এক স্কুলছাত্রীকে অপহরণ মামলার মূলহোতা সাব্বির হোসেনকে (২৪) গ্রেফতার করেছে র্যাব-৫। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২ জুলাই দুপুরে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বর্ধনপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে, অপহরণকারী মূলহোতা সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়।এছাড়াও ভিকটিম শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়, গ্রেফতারকৃত সাব্বির হোসেন দূর্গাপুর উপজেলা পলাশবাড়ী গ্রামের শাহাদত হোসেনের পুত্র।
র্যাব আরও জানায়, অপহরণের শিকার ভিকটিম শিক্ষার্থী বর্ধনপুর উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেনীর ছাত্রী। স্কুলে যাতায়াতের সময় গ্রেফতারকৃত সাব্বির বিভিন্ন সময়ে প্রেমের কু-প্রস্তাবসহ প্রায়ই উত্যক্ত করত, গত ২৪ জুন দুপুরে ভিকটিম শিক্ষার্থী স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে মুলহোতা সাব্বির অপর দুই আসামীর সহযোগিতায় বর্ধনপুর হিন্দুপাড়া গ্রামস্থ পাকা রাস্তার উপর থেকে জোরপূর্বক অপহরণ করে সিএনজি যোগে নিয়ে আমগাছী বাজারের দিকে নিয়ে যায়।
এ ঘটনায় ২৮ জুন দুর্গাপুর থানায় ভিকটিম শিক্ষার্থীর পিতা বাদী হয়ে অপহরণ আইনে একটি মামলা দায়ের করেন, মামলার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তার অবিযান মূলে র্যাব-৫, রাজশাহী, সিপিএসসি’র একটি আভিযানিক দল
অপহরনকারীদের গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২ জুন মূলহোতা সাব্বিরকে আটক করতে সক্ষম হয়, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।
দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান, আইনী প্রক্রিয়া শেষ করে গ্রেফতারকৃত আসামীকে আজ (বৃহস্পতিবার) আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।