নিজস্ব প্রতিবেদক:
বগুড়া শেরপুরে প্রকাশ্য দিবালোকে বিকাশ কর্মী সোহরাব হোসেন (৩২),কে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই। বুধবার (২৮শে মে) সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর উপজেলার হাজীপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। আহত ওই ব্যক্তির নাম সোহরাব হোসেন (৩২)। তিনি বগুড়া শাহজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন বিকাশ কর্মকর্তা। সোহরাব হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোহরাব হোসেন বলেন, সকালে তিনি জগন্নাথপাড়া এলাকার ‘নিদ্রাবিলাশ’ নামের একটি স্থান থেকে ২ লাখ টাকা সংগ্রহ করে মোটরসাইকেল যোগে হাজীপুরে যাচ্ছিলেন। পথে শেরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পেছন দিক থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা আমার পিঠে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাঁধা দিলে ছিনতাইকারীরা তাঁর ডান হাতে অস্ত্র দিয়ে আঘাত করে। রাস্তায় পড়ে পড়ে যাই পরে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় স্থানীয় কয়েকজন লোক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন হলেন, রাসেল মাহমুদ, আরেকজন মানিক দাস। তাঁরা জানান, ঘটনার পর ছিনতাইকারীরা দ্রুতগতিতে মোটরসাইকেল যোগে
পালিয়ে যায়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ছিনতাইকারীদের ধরতে আমরা অভিযান শুরু করেছি। তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে।