গ্রামবাংলা নিউজ:
এস.এস.সি ১৯৯৮ ব্যাচ নরদাশ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও বন্ধুদের মিলন মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
”এসো বন্ধু মিলি প্রাণের বন্ধনে ফিরে যায় ৯৮ এ বিদ্যালয় প্রাঙ্গনে” এই শ্লোগান কে সামনে রেখে গত কাল নরদাশ বহুমূখী উচ্চ বিদ্যালয় চত্তরে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯৯৮ ব্যাচের সকল শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় এবং মো: জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, জিল্লুর রহমান, খয়বর রহমান, টিপু সুলতান, মোহাম্মদ নাজিবুর রহমান, মোঃ শাহিনুর রহমান, ফরিদা পারভিন, ও মো: বারিক আলমের উদ্যোগে গত কাল মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান টি শুরু করা হয়।
কোরআন তেলাওয়াত করেন ৯৮ ব্যাচের শিক্ষার্থী মো: আবুল কালাম আজাদ।
মোঃ জিল্লুর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য উপস্থাপন করেছেন ৯৮ ব্যাচের শিক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম।উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেছেন, অত্র প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব মোঃ আতাউর রহমান, সহকারী শিক্ষক মোঃ সোলায়মান আলী, সহকারী শিক্ষক মোঃ আবুল কাসেম, সহকারী শিক্ষক মোঃ হাসান আলী , সহকারী শিক্ষক মোহাম্মদ জেকের আলী, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক গোপালচন্দ্র প্রামাণিক, অবসরপ্রাপ্ত অফিস সহকারী জনাব মোঃ আইয়ুব আলী।
এছাড়াও অন্যান্য এদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ চীমান আলী, নরদাশ সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আনিসুর রহমান, নরদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র প্রামাণিক, পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, প্রভাষক আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানের প্রথমার্ধে অতিথিবৃন্দের মধ্যে ক্রেস্ট প্রদানের পর ৯৮ ব্যাচের সকল শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়, এরপর দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
দ্বিতীয় পর্বে উপস্থিত সদস্যদের শিশু সন্তানদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা এবং লটারি ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে উদ্যোক্তা মোঃ জাহাঙ্গীর আলমের সমাপনী বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তির ঘোষণা করা হয় । সমাপনী বক্তব্যে উদ্যোক্তা জাহাঙ্গীর আলম বলেন ৯৮ ব্যাচের সকল সদস্যদের এমনিভাবে সার্বিক সহযোগিতা পেলে ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আরো জাকজমকপূর্ণভাবে করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।