1. admin@dailygrambangla24.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে সাইফুল ইসলাম ভূঁঞা’র যোগদান বাগমারায় কলেজ শিক্ষকের অবসর জনিত বিদায় অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৫ জন আটক ‎দশম গ্রেড ও শিক্ষক-নিপীড়নের প্রতিবাদে উত্তাল লালমনিরহাট রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামী উদ্যোগে মহিলা ও পুরুষদের নিয়ে সুধী সমাবেশ ও কর্মীসভা অনুষ্ঠিত   রাজবাড়ীর গোয়ালন্দে খ্যাতিমান লাঠিয়াল আঃ কাদের স্মরনে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি সংবাদ সম্মেলনে সৌদি আরব থেকে লাশ হয়ে দেশে ফিরলেন বাগমারার আনামুল ‎শহীদ আবুল কাশেমের ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত বাগমারার আউচপাড়ায় জামায়াতের কর্মীসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

আড়ম্বরপূর্ণ পরিবেশে “ঘটনাবহুল ৩৬ জুলাই” গ্রন্থের মোড়ক উন্মোচন

মাহাবুর রহমান মনি, বাগমারা
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

 

মাহাবুর রহমান মনি, বাগমারা
রাজশাহীর বাগমারায় ড. মুহাম্মদ আবদুল মুমীত এঁর লেখা “ঘটনাবহুল ৩৬ জুলাই” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে লেখা ড. মুহাম্মদ আবদুল মুমীত এঁর “ঘটনাবহুল ৩৬ জুলাই” গ্রন্থটি আড়ম্বরপূর্ণ পরিবেশে আজ শনিবার সকালে গ্রন্থটির মোড়ক উন্মোচিত হয়েছে। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “ঘটনাবহুল ৩৬ জুলাই” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। বাগমারা প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর বাগমারা আসনের মনোনীত প্রার্থী ডাঃ মোঃ আবদুল বারী সরদার, বিএনপির উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাস্টার মোঃ আব্দুল গাফফার, এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আলী মুর্তজা, নলডাঙ্গা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আনসারি, বাগমারা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আসাদুল ইসলাম প্রমুখ।
বইটির লেখক ড. আব্দুল মুমীত বাগমারা উপজেলা একাডেমিক সুপারভাইজার হিসেবে দীর্ঘদিন যাবৎ কর্মরত রয়েছেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। চাকরির পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে জড়িত। শিক্ষা নিয়েও তিনি অবিচল কাজ করে যাচ্ছেন।
গত বছরে ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের পটভূমি এবং বিভিন্ন সময় ঘটে যাওয়া নানা ঘটনা ও তথ্য চিত্র দিয়ে সমৃদ্ধ করা হয়েছে গ্রন্থটি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন কবে থেকে শুরু এবং কীভাবে শেষ হলো তা উল্লেখ করা হয়েছে বইটিতে। গ্রন্থটি প্রকাশ করেছেন ‘কালো প্রকাশনী’। জুলাই বিপ্লব কীভাবে সফল হয়েছিল, কোন পথ ধরে ছিল জুলাই বিপ্লবের প্রবাহ, প্রতিটি ঘটনার সারাংশ তুলে ধরা হয়েছে বইটিতে। জুলাইয়ের ৩৬ দিনের দিনলিপিও রয়েছে এতে।
আয়োজিত অনুষ্ঠানের বক্তারা বলেন, বইটি ভবিষ্যত প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে সংরক্ষিত থাকবে। তরুণ সমাজ জুলাই আন্দোলনের প্রতিটি বিষয় সম্পর্কে অবহিত থাকতে পারবে। কোনো দল বা ব্যক্তির মাধ্যমে প্রভাবিত না হয়ে সঠিক ইতিহাস তুলে ধরা হয়েছে গ্রন্থটিতে। এমন একটি সময়ে গ্রন্থটি প্রকাশ করা হয়েছে, যেখানে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, যা যুগোপযোগী হবে বলে প্রত্যাশা। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থটি পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানান বক্তারা।জুলাই ইতিহাস বিকৃতি ঠেকাতে ড. মুহাম্মদ আবদুল মুমীতের “ঘটনাবহুল ৩৬ জুলাই” অগ্রণী ভূমিকা রাখবে বলে বিশ্বাস বক্তাদের।
অনুষ্ঠানে বাগমারা ছাড়াও আশপাশের উপজেলার সূধীজন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র প্রতিনিধি, শিক্ষক এবং বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুলবাড়ি রেনেসাঁ হাইস্কুলের সহকারী শিক্ষক ও বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপক কামাল উদ্দীন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর